• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

বেলজিয়ামে অস্ত্রসহ ‘বেপরোয়া গাড়িচালক’ আটক


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০১৭, ৩:৪৬ PM / ৩২
বেলজিয়ামে অস্ত্রসহ ‘বেপরোয়া গাড়িচালক’ আটক

ঢাকারনিউজ২৪.কম:

 

বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর আন্টওয়ার্পে ‘জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টায়’ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় রাইফেল ও ধারালো অস্ত্র। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে ফ্রান্সের নম্বরপ্লেটের গাড়িটি আন্টওয়ার্পের প্রধান শপিংমলের রাস্তা মেইর দিয়ে ‘বেপরোয়া গতিতে’ চালানোর সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

এ ব্যাপারে আন্টওয়ার্প শহরের পুলিশের মুখপাত্র সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি বেলা ১১টার দিকে ডে মেইর দিয়ে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে, যে কারণে পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। তৎক্ষণাৎ সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

এদিকে সংবাদমাধ্যম বলছে, ব্রিটেনের পার্লামেন্টের বাইরে জনতার ওপর গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে জখম করার ঘটনার পরদিন এমন কান্ড বেলজিয়াম পুলিশকেও ভাবাচ্ছে।

 

 (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৩.৪৮পিএম/২৪//২০১৭ইং)