• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু!


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০১৮, ৮:৩০ PM / ৩২
বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে পরিচিত চিও মিয়াকো নামের জাপানি নারী ১১৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

২২ জুলাই, রবিবার চিও মিয়াকোর মৃত্যু হয়। আর ২৭ জুলাই, শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে তার বাসস্থান কানাগাওয়া জেলা কর্তৃপক্ষ।

দক্ষিণ জাপানের কিকাই দ্বীপের নাবি তাজিমা গত এপ্রিলে ১১৭ বছর বয়সে মারা গেলে ১৯০১ সালের ২ মে জন্ম নেওয়া মিয়াকো বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তিতে পরিণত হন।

মিয়াকোকে সবচেয়ে প্রবীণ ব্যক্তির খেতাব দেয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, তিনি ক্যালিগ্রাফি করতে এবং সুশি ও পাঁকালমাছ খেতে পছন্দ করতেন।

মিয়াকোর পর এখন কে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি তা গিনেস এখনো নিশ্চিত করেনি।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন দেশটির সবচেয়ে প্রবীণ ব্যক্তি হলেন ১১৫ বছর বয়সী নারী কানে তানাকা। তিনি দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের ফুকুওকার বাসিন্দা।

বর্তমান বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডু দ্বীপের মাসাজো নোনাকা। তিনি কয়েকদিন আগে তার ১১৩তম জন্মদিন পালন করেছেন।(ইউএনবি)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৩০পিএম/২৭/৭/২০১৮ইং)