• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

বহুরূপী করোনা


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২০, ৮:০৩ PM / ৪১
বহুরূপী করোনা

সীমা ইসলাম
______________________________________
করোনা ছিল আছে এবং থাকবে
কারণ করোনা বহুরুপী
তারা মানুষের মতো দেখতে হলেও
আসলে তারা করোনারই প্রজাতি

এক ধরনের করোনা আছে তারা
শুধু মিথ্যে কথা বলে এবং
মিথ্যাচারে ভরপুর তাদের জীবন চরিত

আবার আরেক ধরনের করোনা আছে যারা
চাউলে কাঁকড় এবং মাছমাংস ফলমূল
শাকসবজিতে ফর্মালিন মিশায়

যারা ধর্ষনে লিপ্ত তারা করোনার কমন প্রজাতি

কোনো কোনো করোনা
এ দেশের অগণিত মানুষের শ্রমের মূল্য লুট করে
ব্যাংকে টাকার পাহাড় জমিয়ে রঙিন চশমা পড়ে
আকাশে উড়ে বেড়ায়
এদেরই একটি অংশ নদী দখল করছে
বন উজাড় করছে এবং
তরুন সমাজকে নেশার সামগ্রী হাতে তুলে দিয়ে
তাদের ভবিষ্যৎ অন্ধকার করছে
হিমালয় থেকে সাগর অবধি এদের অবাধ বিচরণ
এ দেশের আকাশ বাতাস মাটি কোনোকিছুই
তাদের শেনদৃষ্টি থেকে রক্ষা পায় না

অনেক অনেক করোনা আছে তারা লেয়াজু ও
চামচামি কমিটির সেক্রেটারীকেও হার মানায়

চোর আর ঘুষখোর করোনাদের কথা বলাই বাহুল্য
এদের যন্ত্রনায় সাধারন মানুষের জীবন অতিষ্ট

বিশেষ কিছু করোনা আছে যারা
হার হাবাতের সেন্টিমেন্ট নিয়ে সিনেমা তৈরী করে আর
নিজেরা নামিদামী হোটেলে গিয়ে ফুর্তিতে ব্যস্ত থাকে
নকলবাজদের কথা ছেড়েই দিলাম

আবার ভদ্রবেসী কিছু করোনা তারা মন্চে দাঁড়িয়ে বলে-
স্বদেশী পণ্য কিনে হও ধন্য
অথচ তাদের ড্রইংরুম বিদেশী শো পিস আর
ওয়ালমেটে ঠাঁসা
এমনই বহুরুপী দৃশ্যমান করোনার মাঝে অদৃশ্যমান করোনা এবার আমাদের কোন পৃথিবীতে নিয়ে যাচ্ছে আমরা জানিনা।