• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড : আরও যারা পুরস্কৃত হলেন


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৬:০০ PM / ৬৫
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড : আরও যারা পুরস্কৃত হলেন

বিনোদন ডেস্ক : ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে এবারের আসরে বাংলাদেশের তারকাদের জয়জয়কার। ৪ জন মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশ থেকে। এর মধ্যে ৩ জনই পুরস্কার জিতেছেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- জয়া আহসান, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল।

২৯ মার্চ রাতে কলকাতার একটি হোটেলে ‘ফিল্মফেয়ার বাংলা ২০২৪’এর আসর বসেছিল। এতে সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট ৮টি বিভাগে পুরস্কার জিতেছে ‘শেষ পাতা’। সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ মোট ৬টি পুরস্কার জিতেছে ‘অর্ধাঙ্গিনী’। পাশাপাশি ‘মায়ার জঞ্জাল’সিনেমাও চমক দেখিয়েছে। এটি ৭টি পুরস্কার পেয়েছে।

দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার এবারের বিজয়ীদের পুরো তালিকা-
সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা), জীবনকৃতি সম্মান: প্রভাত রায়, সেরা অভিনেতা (সমালোচক): মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা), সেরা অভিনেত্রী: চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), সেরা অভিনেত্রী (সমালোচক): স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর), সেরা সহ–অভিনেত্রী: জয়া আহসান (অর্ধাঙ্গিনী), সেরা সহ–অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী), সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা), সেরা সিনেমা: অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)।

সেরা সিনেমা (সমালোচক): মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী), সেরা নবাগত পরিচালক: সুমন্ত্র রায় (ঘাসজমি), সেরা নবাগত অভিনেতা: সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল), সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী), সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)।

সেরা অরিজিনাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল), সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষ পাতা)। সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল), সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল), সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী ( কাবুলিওয়ালা), সেরা সম্পাদক: সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল), সেরা পোশাকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)।

গানের জন্য পুরস্কৃত হয়েছেন যারা-
সেরা গায়িকা: ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা), সেরা গায়ক: অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা), সেরা গীতিকার: অনুপম রায় (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী), সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা), সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার)।