• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

ফিলিপ লাম-জাবি আলোনসোর স্মরণীয় বিদায়


প্রকাশের সময় : মে ২১, ২০১৭, ১০:৫৫ AM / ৫০
ফিলিপ লাম-জাবি আলোনসোর স্মরণীয় বিদায়

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ফিলিপ লাম-জাবি আলোনসোর বিদায়টা স্মরণীয় করে রেখেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেস লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল তারা। শনিবার ফ্রেইবুর্গের বিপক্ষে শেষ ম্যাচেও পেয়েছে দাপুটে জয়। কার্লো আনচেলত্তির দলের জয়টা ৪-১ গোলের। এই ম্যাচ দিয়েই ফুটবল ক্যারিয়ারকে বিদায় বললেন ফিলিপ লাম ও জাবি আলোনসো। জয়ের আনন্দ তাদের বিদায় উৎসবকে রাঙিয়েই দিয়ে গেল।
ম্যাচের ৪মিনিটে আরিয়েন রোবেনের গেলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা দীর্ঘক্ষণের। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ভিদাল। ৭৬ মিনিটে অবশ্য ব্যবধান কমায় ফ্রেইবুর্গ। ৯০ মিনিটে বায়ার্ন মিউনিখকে আবারো এগিয়ে দেন রিবেরি। যোগ করা সময়ে গোল করেন কিমিচ জুয়াম।

বুন্দেসলিগায় এটি বায়ার্নের ২৭মত শিরোপা। এবার দিয়ে টানা পঞ্চম। লিগের রানার্সআপ হওয়া লাইপজিগের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয় করেছে বায়ার্ন। ৩৪ ম্যাচে যেখানে ৮২ পয়েন্ট তাদের, সেখানে রানার্সআপ লাইপজিগের পয়েন্ট ৬৭।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৫২এএম/২১/৫/২০১৭ইং)