• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

ফিরে চল মাটির টানে


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০১৮, ৯:৪৫ PM / ৩৮
ফিরে চল মাটির টানে

সুলতানা শাহরিয়া পিউ

____________________________________________

অ্যাই চুপ, চুপ চুপ
পানকৌড়িটা দিয়েছে ডুব—
দেবীদ্বারের ট্রিপ্লেক্সের বারান্দায়
অঘ্রাণের কুয়াশা ছেঁড়েনি এখনও!
পাশের বাড়ির টিনের চালে
বাদামী পাতারা ঘুমায় কেমন—
পুষ্করিণীর শ্যাওলায় পানকৌড়িটা
ইতি উঁতি খোঁজে খাবার!
বাঁশঝাড়ের নুয়ে পড়া ডাল
পুকুরজল থাকে ছুঁয়ে;
ঘুমন্ত উঠোন এখনও হয়নি নিকোনো—
তেতলা পর্যন্ত বেড়ে ওঠা বৃক্ষদের
ঘন পাতায় আস্তে আস্তে লুকোচুরি
শুরু করে হেমন্ত রোদ –
শহরের কোলাহল এখানে নেই!
আছে শুধু নানাবিধ পাখিদের
মন ভালো করা গান! যদিও
ওয়াই ফাই, আইপিএস, গিজারে
গরম জল— সুব্যাবস্থার কমতি নেই এখানে
তবুও ময়নামতি বিহারে
সন্ধ্যার ফিকে কমলা আলো
আমায় যেন টেনে নেয় বারবার…