• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

পরিত্রাণ


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০১৯, ১১:৪০ PM / ৩৩
পরিত্রাণ

তাহেরা খাতুন

________________________________________

তোকে খুব জ্বালাতাম
তাইতো নিজেকে মুক্ত করতে চেয়েছিস
বুঝিনি আমি,বুঝিনি তোর এই বদলে যাওয়া
একটু একটু করে তবে এই বুঝেছি
এই তুই আর আমার সেই তুই নেই।

চিবুকে স্পর্শ করে অনুরাগে রাঙ্গাতে আশা নেই
নাক ফুলের বর্ণনায় ছুঁয়ে যাবি তাও চাইবো না
চোখের জল দেখে কেঁদে উঠবে তোর মন
সে আশাও আর করবো না
চোখে চোখ রেখে বলবি আমি আছিতো
ভুলে যাবো এই শব্দগুলি সুখের ডিকশনারি থেকে।

অবহেলায় আর অযতনে রক্তাক্ত এই অন্তর
অভিনয় করে ভালো থাকার বোজা সইতে পারছেনা
তাইতো ভুলে যেতে চাই তোকে, তোর দেয়া আনন্দ
ভুলে যেতে চাই তোকে নিয়ে দেখা স্বপ্নগুলি।

আর অভিমান জানাবো না,অভিমানের ভাষা বোঝার ক্ষমতা তোর নেই
কোন অভিযোগ জানাবো না ভয় পাস নে
তোর দেয়া আঘাতের ক্ষতচিহ্ন বুকে আঁকড়ে
বহুদূর চলে যাব, তোর চলার পথের বাঁধা থাকবেনা।

নিজেকে বদলে নিতে শিখে যাবো একদিন
ঠিক তোরই মতো অভিনয়ে মেকি ভালোবাসায়
ভালোবাসার কবর দিয়ে নিজেকে পরিত্রাণ দেবো
নিজের স্বার্থ বুঝতে শিখে যাবো
কিছু দিতে নয় কেড়ে নিতে শিখে যাবো
তোকেও পরিত্রাণ দেবো মেকি ভালোবাসার জগৎ থেকে।

রাত,১.২৫
২৩.১২.২০১৯