• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ভোলায় আশ্রয়কেন্দ্রে ৩৮ হাজার মানুষ


প্রকাশের সময় : মে ২৭, ২০২৪, ১২:৫৫ AM / ২৭
ভোলায় আশ্রয়কেন্দ্রে ৩৮ হাজার মানুষ

ভোলা সংবাদদাতা : ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে বাঁচতে ভোলায় সাত উপ‌জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্রে ৩৭ হাজার ৩২২ জন মানুষ আশ্রয় নি‌য়ে‌ছে। এদিকে এরই মধ্যে জোয়া‌রের পা‌নি‌তে ভোলার চরফ‌্যাশ‌নের বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের ‌নিম্নাঞ্চ‌লের বেশ ক‌য়ে‌কটি গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে। এছাড়া মেঘনা ও তেতু‌লিয়া নদী উত্তাল র‌য়ে‌ছে।

রোববার রাত ১০টার দি‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন‌ ভোলা ঘূর্ণিঝড় প্রস্তু‌তি কর্মসূ‌চির (‌সি‌পি‌পি) উপ-প‌রিচালক আব্দুল রশীদ।

তিনি জানান, আশ্রয় নেওয়াদের ম‌ধ্যে ১৪ হাজার ৯২৮ জন পুরুষ, ২০ হাজার ৪৫৯ জন নারী, ১ হাজার ৮১২ জন শিশু ও ১২৩ জন প্রতিবন্ধী। এছাড়া জেলার ১৪টি মু‌জিব কিল্লায় ৭ হাজার ৯৮৫টি গবাদি পশু আশ্রয় নি‌য়ে‌ছে।