• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

না’গঞ্জ প্রিপারেটরি স্কুলে আনন্দের সাথে ইংরেজি শিখুন ও গল্প বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ১০:২৬ PM / ৯৪
না’গঞ্জ প্রিপারেটরি স্কুলে আনন্দের সাথে ইংরেজি শিখুন ও গল্প বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলা শহরে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গুরুকুল এর উদ্যোগে আনন্দের সাথে ইংরেজি শিখুন ও গল্প বলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে দুই গ্রুপের ইংরেজিতে গল্প বলার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

এ আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল রাজ্জাক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই. সি. টি.) মোঃ নূরুন্নবী।

 

এসময় ও-ই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গুরুকুল এর প্রতিষ্ঠাতা রোজলিন জামান, চ্যাঞ্জেস স্কুলের প্রতিষ্ঠাতা মাকসুদ ইবনা রহমান, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থী বৃন্দ।

 

দুটি বিভাগে মোট ৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে সনদপত্র বিতরণ করা হয়।