• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির কার্যক্রম শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২১, ৩:৩০ PM / ৩৩
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির কার্যক্রম শুরু

 

নিজস্ব সংবাদদাতাঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচী আওতায় উপকার ভোগীদের প্রশিক্ষন কার্যক্রম এর শুভ উদ্বোধন হয় ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার এ ধারাবাহিকতায় প্রশিক্ষন কার্যক্রম চলমান থাকবে আগামী ৩বছরের জন্য। এ প্রকল্পের কাজ পেয়েছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রং মেলা নারী কল্যাণ সংস্হা।এ সংগঠনের সভানেত্রী হিসেবে দ্বায়িত্বে রয়েছেন নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা ।

নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় ১৫৯৮ জন নারীদের একাধারে ৩ বছরের জন্য প্রশিক্ষন কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় ফতুল্লা ইউনিয়ন পরিষদের হলরুমে।

প্রশিক্ষন এ কর্মসূচির শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিন,মহিলা বিষষক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের পোগ্রাম অফিসার আন্জুমান আরা, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভার প্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনসহ রং মেলা নারী কল্যন সংস্হার সভানেএী সাবিরা সুলতানা নীলা।

৩ বছরের এ প্রকল্পের কাজ ধারাবাহিকভাবে সদর ও বন্দরে প্রশিক্ষন কর্মসূচি চলমান থাকবে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/০৩:২৮পিএম/১৭.৯.২০২১ইং)