• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

তোরা সব বিবেক দ্বারা চল


প্রকাশের সময় : জুন ৮, ২০১৮, ১২:৪৪ PM / ৩৩
তোরা সব বিবেক দ্বারা চল

আবীর আহাদ

_________________________________________

তোরা সব বিবেক দ্বারা চল——
বয়োবৃদ্ধ ? এ-কথা ঠিক,
মনে নেই কি বল ?
তোরা সব বিবেক দ্বারা চল——

তোরা হলি মুক্তিযোদ্ধা, জাতির কর্ণধার,
হীনমন্য মূঢ় নাদান হোস নে কিন্তু আর !
মিথ্যাচারের ধূম্রজালে
বেঁধে থাকবি, বল ?
তোরা সব বিবেক দ্বারা চল—–

রক্ত-ত্যাগের সাগর পাড়ি তোরা দিয়েছিলি,
সেই চেতনা, সে-ইতিহাস পায়ে দলে দিলি ?
সর্বনাশা কুচক্রীরা
ঐ যে হাসে খল !
তোরা সব বিবেক দ্বারা চল—–

দেশটি স্বাধীন করেছিলি, নেই তার স্বীকৃতি—–
সেই কথাটি স্মরণ করে রচে কাব্যগীতি
নিত্য চলি কথায় লেখায়
করতে রে চঞ্চল !
তোরা সব বিবেক দ্বারা চল—–

তোদের শৌর্য ত্যাগ বীরত্বের নিচ্ছে যারা ভাগ,
সেই ভুয়াদের তাড়াতে রে দিয়েছিনু ডাক !
সেই ভুয়া ও কারিগররা
বাধায় গন্ডগোল !
তোরা সব বিবেক দ্বারা চল—–

‘একাত্তরের মুক্তিযোদ্ধা’র অগ্রগতি দেখে,
সর্প শেয়াল পেঁচাগুলো উঠছে কেমন জেগে !
ছলেবলেকলাকলে
ছড়াচ্ছে বিষফল !
তোরা সব বিবেক দ্বারা চল—–

ধর্ম এবং অর্থ নামে দিচ্ছে অপবাদ—–
আসল কথা তোদের স্বার্থ করবে রে বরবাদ !
সে-খপ্পরে পড়ে তোরা
হবি হীনবল ?
তোরা সব বিবেক দ্বারা চল—–

সত্য শুভ্র কল্যাণটি চিনতে যদি পারো—–
চোরাপথের কু-চিন্তা ছাড়ো, ভাইরে, ছাড়ো !
প্রতিরোধটি গড়ে তোলো,
করছে যারা ছল !
তোরা সব বিবেক দ্বারা চল——

ভন্ড গান্ডু বেঈমানদের মুখোশটি দাও খুলে,
তাদের কথায় আর নেচো না কভূ মনের ভুলে !
‘একাত্তরের’ সাথেই থাকো
নিয়ে ঐক্যবল !
তোরা সব বিবেক দ্বারা চল—–

08/06/2018
একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয়
মিরপুর ঢাকা ।