• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ট্রাম্পের সাথে মিশরের প্রেসিডেন্ট আলোচনায়


প্রকাশের সময় : মার্চ ২০, ২০১৭, ১১:৫৯ AM / ২৮
ট্রাম্পের সাথে  মিশরের প্রেসিডেন্ট আলোচনায়

ঢাকারনিউজ২৪.কম:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

মার্কিন কর্মকর্তারা জানান, ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই সফরের ব্যাপারে কথা বলেছেন দুই দেশের নেতারা। ২৩ জুন হওয়া ফোনালাপে তারা সন্ত্রাস মোকাবেলার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। ট্রাম্প দ্বিপা্ক্ষিক সম্পর্কোন্নয়নে অঙ্গীকারবদ্ধ।

২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণ করেন আবদেল ফাত্তাহ আল-সিসি। এর আগে মিসরীয় রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ১৯২৮ সালে জন্ম নেওয়া মুসলিম ব্রাদারহুডের লাখ লাখ সমর্থক রয়েছে বিশ্বজুড়ে। তাই ধারণা করা হচ্ছে, ট্রাম্পে-সিরির আলোচনায় উঠে আসতে পারে ব্রাদারহুডের বিষয়টিও।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১২.০০পিএম/১৯//২০১৭ইং)