• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

টাইগারদের হার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০১৭, ৩:০৮ PM / ৩৮
টাইগারদের হার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জিতলে বিশ্বরেকর্ড, ড্র করলেও ছিল ইতিহাস গড়ার হাতছানি। টেস্টে চতুর্থ ইনিংসে ৪৫৯ রান করে জেতার রেকর্ড নেই। আবার শেষ ইনিংসে ভারতের মাঠে ১২০ ওভারের বেশি খেলার উদাহরনও হাতে গোনা। ঠিক এমন কঠিন সমীকরণে দাঁড়িয়ে জয় কিংবা ড্র নয়, সহজ ফলটাই যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে। হায়দ্রাবাদ টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশ ২য় ইনিংসে ১০৩.৩ ওভারে ২৫০ রানে অলআউট। যার অর্থ ২০৮ রানে ঐতিহাসিক টেস্ট ম্যাচটি জিতে নিল ভারত।
তবে এমন হারে আক্ষেপ ছড়িয়ে থাকল। যদি একটা অথবা দুটো বড় জুটি হলেই হয়তো দিনটা পার করে দিতে পারতো টাইগাররা। ড্র করতে পারলেই তো ফলটা জয়ের স্বাদ হয়ে ধরা দিতো। দিনের খেলা ঘন্টা দুয়েক বাকী থাকতে অলআউট হয়ে যাওয়াটা সত্যিই অনেক দিন পোড়াবে ক্রিকেটপ্রেমীদের।
ভারতে মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে টস ভাগ্যটা অবশ্য মুশফিকের পক্ষে ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে ৬৮৭ রানের পাহাড়ে উঠে ১ম ইনিংস ঘোষণা করে। তারপর ১ম ইনিংসে ১২৭.৫ ওভারে ৩৮৮ রান তুলে অলআউট টাইগাররা। ফলো-অন না করিয়ে বিরাট কোহলির দল ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ২য় ইনিংস ঘোষণা করে। এরপর ৪৫৯ রানের ‘মিশন ইমপসিবল’ পথটা পাড়ি দেয়া হয়নি সফরকারীদের।
সোমবার ২য় ইনিংসে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান নিয়ে দিন শুরু করে টাইগাররা। লক্ষ্য ছিল-গোটা দিন ব্যাট করে অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়া। কেননা, এতো বড় চ্যালেঞ্জের জবাব দিয়ে জয়ের ইতিহাস নেই টেস্ট ক্রিকেটে। তারওপর হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে শেষ দিনে ব্যাট করাটা তেমন সহজ ছিল না। টেস্টে হার বাঁচানোর সেই কঠিন কাজটা করতে গিয়ে বাংলাদেশ একশ ওভারের বেশি খেলে ফেললেও বড় কোন জুটি পায় নি। সম্ভাবনা জাগিয়েই ফিরে গেছেন টাইগার ব্যাটসম্যানরা!
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:০৭পিএম/১৩/২/২০১৭ইং)