• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

টরন্টোতে জন্মদিনের পার্টিতে গুলি, অতঃপর আত্মঘাতী বন্দুকধারী


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০১৮, ১১:৩৭ AM / ৬৬
টরন্টোতে জন্মদিনের পার্টিতে গুলি, অতঃপর আত্মঘাতী বন্দুকধারী

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : কানাডার টরন্টোতে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১০টার দিকে টরন্টোর গ্রিকটাউন শহরে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স, এনডিটিভি। দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে, একটি রেস্টুরেন্টের বাইরে অংশে জন্মদিনের পার্টি চলছিল, সেখানে বন্দুকধারী গিয়ে সরাসরি গুলি চালাতে শুরু করেন।

পরে ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি চালান এবং ঘটনাস্থলেই মারা যান।

টরন্টোর পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীর নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও ঠিক কতজন এ ঘটনায় হতাহত হয়েছেন, তা স্পষ্ট করেনি। এমনকি নিহত বন্দুকধারীর বিষয়েও কোনো তথ্য জানায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। হঠাৎ করেই তারা ১০ থেকে ১৫টি বিকট শব্দ পান।

প্রথমে তাদের মনে হয়েছিল, বাজি ফোটানো হচ্ছে। দৌড়ে রেস্তোরাঁর পেছনে চলে যাওয়ার সময় লোকজনের চিৎকার শুনতে পান তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি অন্তত ২৫টি গুলির শব্দ শুনেছেন।

অবশ্য পরে টরন্টোর পুলিশ টুইট করেছে, ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থান এখনো স্পষ্ট নয়। এদের মধ্যে এক শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৩৫এএম/২৩/৭/২০১৮ইং)