• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

জোনাকি আলো


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০১৮, ১১:৪৫ AM / ৩৮
জোনাকি আলো

আলাউদ্দিন গাজী

________________________________________
গ্রামের বাড়ির পুকুর পাড়ে সন্ধ্যা কালে
জোনাকি ধরেছি অনেক হাতের মুঠোয়
প্রশ্ন করেছি মাকে বহুবার —-
হাত পোড়ে না কেন মা ? জোনাকির আলোয়।
রাগ করেনি – শুধু হাসতে দেখেছি মাকে;
স্নেহের হাত বোলাতে বোলাতে বলছে —
” আমার পাগোল ছেলে। এসব আল্লার কুদরত”।
সেই ছোটবেলায় জেনেছি আল্লার ক্ষমতা,
বয়স বাড়ার সাথে সাথে জেনেছি পৃথিবীকে।
বিজ্ঞান অনেক প্রশ্রে উত্তর দিয়েছে
তবুও আগের বিশ্বাস এখনো হৃদয়ে লুকানো।
বিশ্বাস ক্রমশ রূপ নিয়েছে ভয়ে ।
সমুদ্রতীরে ঢেউ আসে আবার ফিরে যায়
বিশ্বাস তেমনি জগতের জনস্রোতে
ঢেউয়ের মত দোল খায় – আশা-নিরাশায়।