• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

চা বাগানে ১২ ফুট লম্বা অজগর!


প্রকাশের সময় : জুলাই ২১, ২০১৮, ১২:০৯ PM / ৩০
চা বাগানে ১২ ফুট লম্বা অজগর!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেটেলি ব্লকের ইংডং চা বাগান থেকে একটি ১২ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি চা বাগানে আশ্রয় নিয়েছিল।

২০ জুলাই, শুক্রবার চা বাগানটির নালা থেকে অজগরটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।

এদিকে চা বাগান থেকে এত বড় অজগর পাওয়ায় আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বন দফতর তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে চা বাগানে চাপাতা তোলার কাজে ব্যস্ত ছিলেন নারী কর্মীরা। সে সময় নালার পাশ থেকে হিসহিস শব্দ শোনা যায়। আতঙ্কে তখনই কাজ বন্ধ করে দেন নারী কর্মীরা। অন্যান্য শ্রমিককেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের।

বন দফতরের কর্মীরা এসে আবার খবর দেন সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুনকে। তিনি এসে সাপটি ধরতে সহায়তা করেন বন দফতর কর্মীদের।

শুক্রবার দুপুরে সাপটিকে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র : জিনিউজ

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৪৫এএম/২১/৭/২০১৮ইং)