• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

গাজীপুরে বাংলা কবিতা দিবস উদযাপিত


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০১৮, ১১:৪৬ PM / ৩৪
গাজীপুরে বাংলা কবিতা দিবস উদযাপিত

জাহাঙ্গীর হোসেন : কবি ও বহুমাত্রিক লেখক প্রয়াত সাযযাদ কাদির প্রবর্তিত বাংলা কবিতা দিবস ও বইমেলা অনুষ্ঠিত হলো গাজীপুরে। গত শনিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার নয়নপুরে কচিকাঁচা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে এ মেলা উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের কবি আবদুশ শুকুর খান।

এর আগে একাডেমি চত্বরে বইমেলা উদ্বোধন করেন ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। কচিকাঁচা একাডেমি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইকবাল সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় প্রয়াত কবি সাযযাদ কাদিরের ওপর আলোচনায় করেন নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী। পরে দুই বাংলার কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৪৬পিএম/২৯/১০/২০১৮ইং)