• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

খানপুর করোনা হাসপাতালে পৌছেছে ১০টি আইসিইউ বেড


প্রকাশের সময় : জুন ২৩, ২০২০, ১২:৪৩ PM / ৪১
খানপুর করোনা হাসপাতালে পৌছেছে ১০টি আইসিইউ বেড

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নানা নাটকিয়তার পর ১০ টি আইসিইউ বেড এসে পৌঁছেছে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা তথা জেলার একমাত্র করোনা হাসপাতালে।

গতকাল রোববার (২২জুন) হাসপাতালটির তত্বাবধায়ক ডা.গৌতম রায় গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা.গৌতম রায় বলেন, পূর্বে অক্সিজেন, ভেন্টিলেটর, মনিটর থাকলেও বেডসহ কিছু সরঞ্জামাদির অভাবে আইসিইউ সেবা সম্ভব হয়নি। আইসিইউ সেবার জন্য ১০টি বেড খানপুর হাসপাতালে এসে পৌঁছেছে। বাকি সরঞ্জামাদি এখনও এসে পৌঁছায়নি। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে আইসিইউ সেবা শুরু হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরও রহস্যজনক কারনে হাসপাতালটিতে আইসিইউ সেবা চালু করা হচ্ছিল না। এর জন্য দুই সহোদর সাংসদ সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কর্মীদের সামনে হতাশা ব্যক্ত করেন। পরবর্তীতে তা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করে। এর পরই মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্বাবধানে এদিন উক্ত হাসপাতালের জন্য ১০ টি আইসিইউ বেড পাঠানো হয়।

এখন দেখার পালা বাকী সরঞ্জাম আসতে এবং তা পূর্নাঙ্গভাবে চালু করতে কতদিন সময় লাগে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৪৩পিএম/২৩/৬/২০২০ইং)