• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামে সদর জয়েণ্ট ডিস্ট্রিক জাজসহ আক্রান্ত ২


প্রকাশের সময় : জুন ১৬, ২০২০, ১২:০৩ AM / ৪৬
কুড়িগ্রামে সদর জয়েণ্ট ডিস্ট্রিক জাজসহ আক্রান্ত ২

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সোমবার (১৫জুন) নতুন করে সদর জয়েন্ট ডিস্ট্রিক জাজ ও নাগেশ^রী এএসপিসহ ২জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫জন। সুস্থ হয়েছে ৫৯জন। এখনো ৪৬জন চিকিৎসাধীন রয়েছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত জেলার চর রাজিবপুর উপজেলা ছাড়া বাকী ৮টি উপজেলাতেই করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলায়। কুড়িগ্রাম সদরে আক্রান্ত হয়েছে ১৫জন, ফুলবাড়িতে ১৪জন, ভুরুঙ্গামারীতে ৯জন, চিলমারীতে ৯জন, রাজারহাটে ৪জন ও রৌমারীতে ৩জন।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ও নিরাপত্তা গগলস পরা, অপরিচিতসহ কাছের লোকজনকে এড়িয়ে চলা এবং সামাজিক দুরত্ব মেনে চলা। এগুলো মেনে চললে কোভিড-১৯ থেকে নিরাপদে থাকা যাবে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:০৩এএম/১৬/৬/২০২০ইং)