• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভবান হতে শুরু করেছে কৃষকরা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২০, ২:১৮ PM / ৩৮
কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভবান হতে শুরু করেছে কৃষকরা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম প্রতিনিধি: বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভবান হতে শুরু করেছে কুড়িগ্রামের কৃষকরা। জেলা প্রশাসন, কৃষি বিভাগসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কৃষকদের ফুলচাষে আগ্রহী করে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে। এতে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলাসহ রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরীতে ফুল চাষ করা হচ্ছে। এখানে রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, ক্যাবেজ, গোলাপ, গাঁদা, প্রজাপতিসহ নানা জাতের ফুল চাষ হয়। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ফুল চাষি আলমগীর হোসেন বলেন, ‘বিভিন্ন জাতের ফুল চাষ করে লাভবান হচ্ছি। এলাকায় ফুল কেনার চাহিদা বাড়ছে।’ রাজারহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী জানান, জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ সম্প্রসারণে কৃষকদের প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:১৮পিএম/৩/২/২০২০ইং)