• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

কনফেডারেশন্স কাপের জন্য পর্তুগাল দল ঘোষণা


প্রকাশের সময় : মে ২৬, ২০১৭, ১:৩৮ PM / ৪১
কনফেডারেশন্স কাপের জন্য পর্তুগাল দল ঘোষণা

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : রাশিয়ায় ১৭ জুন বসবে কনফেডারেশন্স কাপের আসর। এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। কোচ ফার্নান্দো সান্তোস ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে রাখলেও জায়গা হয়নি রেনাতো সানচেজের। বৃহস্পতিবার ২৪ সদস্যের পর্তুগাল দল ঘোষণা করা হয়। কনফেডারেশন্স কাপ ছাড়াও এই স্কোয়াড়টি সাইপ্রাসের সঙ্গে প্রীতি ম্যাচ ও লাটভিয়ার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্যও।
ফার্নান্দো সান্তোস ২৯ মে দলের সদস্যদের নিয়ে ট্রেনিং শুরু করবেন। তবে রোনালদো এবং পেপে ৩ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর দলের সঙ্গে যোগ দেবেন। একই দিন সাইপ্রাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। ৯ জুন লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পর্তুগালের।
কনফেডারেশন্স কাপে ‘এ’ গ্রুপে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের সঙ্গি রাশিয়া, মেক্সিকো ও নিউজিল্যান্ড।
পর্তুগাল দল :
গোলকিপার: বেতো, হোসে সা, রুই প্যাত্রিসিও

ডিফেন্ডার: সেদরিক, হোসে ফন্তে, এলিসুই, লুইস নেতো, ব্রুনো আলভেস, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরেইরো

মিডফিল্ডার: আদ্রিয়ান সিলভা, দানিলো পেরেইরা, আন্দ্রে গোমেস, হোয়াও মৌতিনিয়ো, হোয়াও মারিও, পিৎজি, ও উইলিয়াম

ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, নানি, বারনারদো সিলভা, আন্দ্রে সিলভা, গেলসন মার্টিনস, ও রিকারদো কারেসমা।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৩৫পিএম/২৬/৫/২০১৭ইং)