• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

কত না জানা ব্যথা


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০১৯, ২:১৬ PM / ২৯
কত না জানা ব্যথা

স্বপন সরকার

______________________________________

কত না জানাই ব্যথাইতো থাকে জীবনে,
কখনো কাঁদায় কখনোবা আবার
বেদনার পাহাড় হয়ে থাকে মনের গহীনে।

ফেলে আসা স্মৃতিগুলো শুধুই হয় সঙ্গী,
অতি বর্ষণধারায় ভিজে ভিজে
কান্নাও ভুলে যায় কখনো কখনো আখি।

সময় অসময়ে আনমনে কত কিছুই পড়ে মনে,
স্বার্থের হীন কৌশলধারায় কিভাবে
অতি স্বজনও পা বাড়ায় আপন ইচ্ছায় নির্জনে।

চিনিয়ে দেয় অতি বাস্তবতা কে আপন কে পর,
দু’মুখো মন নিয়ে কিভাবে করে
নির্জলতায় ধংস সাম্য আর মানবিকতার।

বিশ্বাসের মূলে করে সুযোগ সন্ধানী আঘাত,
দিনকে রাত,রাতকে দিন বানিয়ে
অমানবিকতায় বিশ্বাসের মাঝে দেয় চপেটাঘাত।