• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০১৮, ১২:০৮ PM / ৩১
ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গত ৩০ মার্চ শুরু হওয়া ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি হামলায় এ নিয়ে দেড় শতাধিক লোকের মৃত্যু হলো। শরণার্থী হওয়া ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রেসটিভি জানিয়েছে, শুক্রবার গাজা সীমান্তের কাছে ৪৩ বছর বয়সী গাজী আবু মুস্তফাকে গুলি করে ইসরাইলি সেনারা। এ ছাড়া একই দিন দক্ষিণ গাজার রাফা সীমান্তের কাছে ১৪ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরকে হত্যা করে ইসরাইলি সেনারা।

গাজা উপত্যকার ফিলিস্তিনিরা যখন প্রতি শুক্রবার ইসরাইলবিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন তখন গতকাল শুক্রবার ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করা হলো। এ বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গত ১১ বছর ধরে গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধ তুলে নেওয়ারও দাবি জানান তারা।

গত ৩০ মার্চ এ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলি সেনারা দেড় শতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে তুর্কি সরকারি গণামাধ্যম আনাদলু। এ ছাড়া ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলি সেনাদের নৃশংস হামলায় আহত হয়েছেন আরো ১৫ হাজারের বেশি মানুষ।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:০৭পিএম/২৮/৭/২০১৮ইং)