• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

ইভ্যালির সিইও-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২১, ১:১০ PM / ৪০
ইভ্যালির সিইও-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, ‘মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-১৯।’

মামলার বাদী আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক।

মামলার এজাহারে বলা হয়েছে, আরিফ বাকের গত ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তারা দেয়নি। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললে খারাপ ব্যবহার করেছে। সিইও রাসেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তার সাথে ইভ্যালি চরম দুর্ব্যবহার করেছে।’
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:০৭পিএম/১৬.৯.২০২১ইং)