• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : নিহত ১০, আহত ৪০


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০১৮, ১০:৩৩ AM / ৩৫
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : নিহত ১০, আহত ৪০

ঢাকারনিউজ২৪.কম, ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৪০ জন। নিহতদের মধ্যে এক মালয়েশিয়ান পর্যটক রয়েছে। রোববার ভোরে দেশটির লম্বুক দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, স্থানীয় সময় পৌনে ৭টার দিকে লোকজন যখন ঘুমাচ্ছিল তখন এ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে লোকজন ঘর ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়।

মার্কিন জিওলোজিক্যাল সার্ভে বলেছে, লম্বুক দ্বীপের উত্তরাংশের মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়।

এদিকে, ভূমিকম্পের কারণে কর্তৃপক্ষ মাউন্ট রিঞ্জানি ন্যাশনাল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ভূমিকম্পের কারণে পর্বতে ভূমিধসের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩০এএম/২৯/৭/২০১৮ইং)