• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ম্যানইউ


প্রকাশের সময় : মে ২৫, ২০১৭, ৩:৫৬ PM / ৫৩
ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ম্যানইউ

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললো মরিনহোর শিষ্যরা। আর শিরোপা জয়ের মধ্য দিয়ে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল রেড ডেভিলরা।

বুধবার রাতের ফাইনালে আয়াক্স আমস্টারডামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সুইডেনের স্টকহোমে বুধবার রাতের ফাইনালে পল পগবা ও হেনরিখ মিখিতারিয়ানের নৈপুণ্যে সহজেই জয় পায় ইব্রারা।

এর আগে খেলা শুরুর আগে ম্যানচেস্টারে পপ কনসার্টে বোমা হামলায় হতাহতদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। তবে খেলা শুরুর ১৮ মিনিটে পগবার শট এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আর্মেনিয়ার মিডফিল্ডার মিখিতারিয়ান ফ্লিক করে বল জালে পাঠালে প্রথমবারের মতো ইউরোপা লিগ জয় নিশ্চিত হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হওয়া দলটির।

প্রিমিয়ার লিগে সাফল্য না পেলেও ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম মৌসুমটা খারাপ কাটেনি মরিনহোর। লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ায় খুশি এ পর্তুগিজ কোচ।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:৫৫পিএম/২৫/৫/২০১৭ইং)