• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

আগেই নিষিদ্ধ ছিলেন জামশেদ!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০১৭, ১২:০৪ PM / ৪২
আগেই নিষিদ্ধ ছিলেন জামশেদ!

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ফিক্সিং কেলেঙ্কারি থেকে কিছুতেই বের হতে পারছে না পাকিস্তান ক্রিকেট। এইতো দিন কয়েক আগেই এ কারণে নিষিদ্ধ হয়েছিলেন শারজিল খান, খালিদ লতিফ। এবার সেই তালিকায় দেখা গেল নাসির জামশেদের নাম। যদিও বলা হচ্ছে আগেই পাকিস্তানের সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন এই ওপেনার। গোপন থাকা সেই খবরটা সংবাদ মাধ্যমে এসেছে। এ জন্যই নাকি পাকিস্তান সুপার লিগে এবার কোন দলই পাননি জামশেদ!
২৭ বছর বয়সী জামশেদ পাকিস্তানের হয়ে ২টি টেস্ট ও ৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার রাতে জানিয়ে দিয়েছে, ‘অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ করা হল।’
ইসলামাবাদ ইউনাইটেডের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফকে এর আগে একই কারণে দুবাই থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। তবে কেলেঙ্কারি এখানেই শেষ হয়ে যাবে তেমন ইঙ্গিত নেই। ইসলামাবাদের মোহাম্মদ ইরফান এবং করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজাইব হাসান আছেন সন্দেহের তালিকায়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর শাহজাইব ও জুলফিকার নির্দোষ। তাদের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৫২এএম/১৪/২/২০১৭ইং)