• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

আখ বিক্রি করতে না পারায় আখ চাষীদের মহাসড়ক অবরোধ


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২০, ৬:০৯ PM / ৪৩
আখ বিক্রি করতে না পারায় আখ চাষীদের মহাসড়ক অবরোধ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আখ চাষীরা আখ বিক্রি করতে না পারায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
৩০ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় ঘন্টাব্যাপী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে অত্র এলাকার আখ চাষীরা। এসময় তারা আখ আটি বেঁধে সড়কে ফেলে সড়ক ব্লক করে রাখে।
অবরোধকালে আখ চাষীরা অভিযোগ করেন করোনায় লকডাউন থাকায় তারা তাদের উৎপাদিত আখ বিক্রি করতে পারছেন না। এতে সময়মত বিক্রি করতে না পারায় তাদের আখ ক্ষেতে নষ্ট হয়ে যাচ্ছে। তারা আখ বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।
এসময় তারা সরকারি সহায়তায় আখ ক্রয় ও বিক্রির দাবী জানান। ধার দেনা করে এ আখ তারা করিয়াছি। লকডাউনের কারণে সময়মত তা বিক্রি করতে না পারলে আখ চাষীরা ঋণগ্রস্থ হয়ে পড়বেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:০৬পিএম/৩০/৪/২০২০ইং)