• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

আইএসের দায় স্বীকার লন্ডনে সন্ত্রাসী হামলায়


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০১৭, ৭:৩৫ PM / ৩৩
আইএসের দায় স্বীকার লন্ডনে সন্ত্রাসী হামলায়

ঢাকারনিউজ২৪.কম:

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বুধবার সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের আমাক নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতু ও পার্লামেন্ট প্রাঙ্গণে বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল।

গতকাল বুধবারের ঘটনার দায় আজ বৃহস্পতিবার স্বীকার করল আইএস।

এর আগে যুক্তরাজ্যের এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা উদ্‌যাপন করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, নিহত চারজনের মধ্যে হামলাকারী রয়েছেন। পুলিশের গুলিতে তিনি নিহত হন।

যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে একযোগে তিনটি সন্ত্রাসী হামলার এক বছর পূর্তির দিনেই লন্ডনে এ হমলার ঘটনা ঘটল। ব্রাসেলসের হামলায় নিহত হয়েছিল ৩২ জন।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৩৩পিএম/২৩//২০১৭ইং)