• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ১১:২২ PM / ১২৮
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ৪১ বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার সকালে প্রথমবারের মতো এই হাসপাতালে সিজার অপারেশন করা হয়। জানা যায়, ১৯৮৩ সালে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। রবিবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের মহব্বত হোসেনের স্ত্রী জোসনা বেগমের (৩২) সিজারের মাধ্যমে দীর্ঘ ৪১ বছরের জটিলতা নিরসন করতে সক্ষম হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র গাইনি কনসালট্যান্ট ডা. খন্দকার মাহবুবা জান্নাত। তার নেতৃত্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই দম্পতির পুত্রসন্তানের জন্ম হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে প্রথমবারের মতো সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে।