• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বোরকা পরা নিষিদ্ধ


প্রকাশের সময় : মার্চ ১০, ২০১৮, ১২:২৭ PM / ৫৮
ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বোরকা পরা নিষিদ্ধ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়। এতে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। খবরটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

দ্য ইন্ডিপেন্ডেন্ট একটি প্রতিবেদনে উল্লেখ করে, জাভার ইয়োগাকার্তা শহরে অবস্থিত ‘দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটি’ তাদের ক্যাম্পাসে মৌলবাদী চিন্তা-চেতনাকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বোরকা পরা ছাত্রী এবং মৌলবাদী দলগুলো সুস্থ শিক্ষাদানে বাধা সৃষ্টি করছে। এ কারণেই নিয়মিত বোরকা অথবা নেকাব পরে এমন ৪১জন স্নাতক ছাত্রীকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। যেখানে সকলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তারা সকলে হিজাব পরতে পারবে ঠিকই, তবে নিজেদের মুখ ঢাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সকলের সঙ্গে আলাদা করে শলা-পরামর্শ করা হবে। দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটির মতে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের স্থানে বোরকা অথবা নেকাব না পরলে তেমন কোনো ক্ষতি হবে না।

এদিকে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে প্রতিবাদ করেছে বিভিন্ন ইসলামিক দল। তারা জানায়, বোরকা পরা হচ্ছে নারীর দায়িত্ব, এবং এই সিদ্ধান্তের ফলে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:২৮পিএম/১০/৩/২০১৮ইং)