• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

রোগ হয়েছে  


প্রকাশের সময় : মে ৬, ২০২৩, ১:৪৭ PM / ১২৪
রোগ হয়েছে  

 আব্দুল্লাহ আল মামুন রিটন

____________________________________________________

একটা সময় ছিল – যখন আমিও ছিলাম
তখন সবাই ছিল, আকাশ ছিল, মেঘ ছিল
ছিল ফুল পাখিদের কিচিরমিচির আর আনাগোনা।
নদীরাও জীবত ছিল, মাঝিরাও ঠিক গান গাইতো
ঝড় ছিল, বৃষ্টি ছিল, রংধনু’রাও খুব রঙিন ছিল।

তুমিও ছিলে,
তোমার সাথে তোমার ঠোঁট কাঁপানো হাসি ছিল
মহল্লা জুড়ে রসিক ছিল, চায়ের দোকানে আলাপ ছিল।
দেখা হবার কথা হবার দারুণ কিছু মুহূর্ত ছিল।
সমাজ গড়া নিয়ম ভেঙে অনিয়মের গজে ওঠা
চোখের সাথে চোখ মিলিয়ে নতুন কিছু স্বপ্ন দেখা।

এখন আমিও নেই তুমিও নেই,
আকাশটা কেমন মেঘলা দেখ!
উল্টে গেছে, পাল্টে গেছে,
সেই অনিয়মটা নিয়ম হয়েছে
মাঝিরা আর নেই নদীতে।
সবাই আছে নামে নামে, ভিতর জুড়ে শুধু রোগ হয়েছে।