• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

৪০৩ মিলিয়ন ডলারের ৬৬ প্রকল্প প্রস্তাব পেলো বাংলাদেশ ব্যাংক


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০১৭, ১০:৩৭ PM / ৫৭
৪০৩ মিলিয়ন ডলারের ৬৬ প্রকল্প প্রস্তাব পেলো বাংলাদেশ ব্যাংক

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত আথির্ক সেক্টর সাপোর্ট প্রকল্পসমূহের অধীন দীর্ঘমেয়াদি অর্থ সহায়তা প্রদানে ৪০৩ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের (৩ হাজার ১৮২ কোটি টাকার অধিক) ৬৬ প্রকল্প প্রস্তাব হাতে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন প্রাইভেট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে এসব প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা ইতোমধ্যেই ৯০.২৬ মিলিয়ন মার্কিন ডলারের ১৯টি প্রস্তাব অনুমোদন করেছি। এর মধ্যে ১২.০২মিলিয়ন মার্কিন ডলার বিতরণ করা হয়েছে, অনুমোদিত বাকি অর্থ বিতরণের অপেক্ষায় রয়েছে। কিছু কোম্পানি মূল অনুমোদনের বাইরেও বিতরণ করেছে এবং বাকি অর্থ মেশিন আমদানির জন্য এলসির মাধ্যমে বিতরণ করার প্রস্তাব প্রক্রিয়াধীন।’

প্রকল্প প্রস্তাব বিষয়ে বেসরকারি মালিকানাধীন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম হাসেম চৌধুরী বলেন, ‘আমরা ৪০ মিলিয়ন মাকির্ন ডলারের আটটি কোম্পানি অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করেছি।’

ইতোমধ্যেই একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এবং বাকি প্রস্তাবগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান এমটিবি’র শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বেস্ট উল সোয়েটার নামে একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ২.৮২ মিলিয়ন ডলার ঋণের একটি প্রস্তাব পেশ করেছেন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ট্রাসট ব্যাংক লিমিটেডের মাধ্যমে ২.২৭ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব অনুমোদন করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) ওয়ার্ল্ড ব্যাংক এফএসএসপি’র আওতায় মোট ৩৫০ মাকির্ন ডলার প্রদান করেছে। দেশে উৎপাদনশীল খাতের জন্য দীর্ঘমেয়াদি ঋণের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলেও জানায় সূত্র।

সূত্র আরও জানায়, বাংলাদেশ ব্যাংক দেশের রফতানিমুখি শিল্পে দীর্ঘমেয়াদি লোন বিতরণে ৩১টি ব্যাংকের সঙ্গে পৃথক পার্টিসিপেটিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে। মোট অর্থের মধ্যে বিশ্ব ব্যাংক ৫শ’ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং বাকি অর্থ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ মার্চ । দীর্ঘ মেয়াদি অর্থায়নের জন্য এফএসএসপির অধীনে ব্যাংকগুলো ২.৫ থেকে ৩.৫ শতাংশ সুদে ৫ থেকে ১০ বছরমেয়াদি উৎপাদনমুখী শিল্পে ঋণ দিতে পারবে। সূত্র: বাসস

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩৫পিএম/১৪/১/২০১৭ইং)