• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

৩ দিনের রিমান্ডে নারায়ণগঞ্জ বিএনপি’র সা. সম্পাদক


প্রকাশের সময় : মার্চ ১১, ২০১৮, ৫:১৮ PM / ৫৯
৩ দিনের রিমান্ডে নারায়ণগঞ্জ বিএনপি’র সা. সম্পাদক

 

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : আড়াইহাজার থানায় দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (১১ মার্চ) নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার বিশ্বাসের আদালত এই রিমান্ড আদেশ দেন।

আদালতে মামুন মাহমুদের পক্ষে আইনজীবি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান। আসামীর পক্ষে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। একই সাথে তাঁর রিমান্ড আবেদনটি মঞ্জুর করেন।

অ্যাড. সাখাওয়াত ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের বিচার বিভাগ স্বাধীন না। সরকারের সিদ্ধান্তই আদালতের মাধ্যমে দেয়া হচ্ছে। মামুন মাহমুদ প্রতিহিংসার বলি।”

তিনি বলেন, “এই মামলায় এর আগেও দু’বার রিমান্ড আবেদন করা হয়েছিলো, কিন্তু আদালত তা না মঞ্জুর করেছিলেন। কিন্তু এখন ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এতেই বোঝা যায় আদালত কতটা পক্ষপাতিত্ব করছে।”

বিএনপির এ নেতা আরো বলেন, “এই মামলায় মামুন মাহমুদের নাম উল্লেখ ছিলো না। আর যাদের নাম উল্লেখ ছিলো তাঁদের একদিনের রিমান্ড হয়েছে। সেখানে মামুনের ৩দিন। মামুন মাহমুদ সরকারের আক্রোশের শিকার। এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।”

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৫:১৫পিএম/১১/৩/২০১৮ইং)