• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

২৬ মাস পর সাকিবের সেঞ্চুরি


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০১৭, ১০:৪৪ AM / ৪৪
২৬ মাস পর সাকিবের সেঞ্চুরি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সাকিব আল হাসানের মতো বিশ্বমানের খেলোয়াড়ের নামের পাশে মাত্র তিনটি সেঞ্চুরি। বড্ড বেমানানই তো। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৪ সালের নভেম্বরে। ২৬ মাস আগে। দীর্ঘ সময় পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন এই টাইগার অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন সাকিব।

নেইল ওয়াগনারের করা ৯০তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। ১৫০ বলে ১৩টি চারের সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

শুক্রবার ব্যক্তিগত ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাউদির করা ৬৮তম ওভারের শেষ বলে দারুণ এক চার হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ব্যক্তিগত ৭১ রানে পৌঁছার মধ্য দিয়ে তামিম ইকবাল ও হাবিবুল বাশারের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রান পূর্ণ করেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিবময় দিনে যখন তিনি ৯৮ রানে পৌঁছেন তখন বাশারকে (৩০২৬) পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার মাইলফলক গড়েন টাইগার অলরাউন্ডার। এর কিছুক্ষণ পর ১৫০তম বলে সেঞ্চুরি তুলে নেন সাকিব। (পরিবর্তন)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪০এএম/১৩/১/২০১৭ইং)