• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

১৯ অক্টোবর আসছে ‘দেবী’


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০১৮, ১:০৮ AM / ৬৭
১৯ অক্টোবর আসছে ‘দেবী’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘দেবী’ ছবিটি ১৯ অক্টোবর দেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্রে ১৭ অক্টোবর দুপুরে এ তথ্য জানা গেছে।

ছবিটি নিয়ে জয়া বলেন,‘যেকোনো আর্টিস্টেরই একটা জার্নির পরে গিয়ে প্রডিউস করা উচিত। দায়িত্বশীল আর্টিস্টের সেটা একটা জায়গা। আরেকটা জায়গা হলো, এই ছবিতে আমার অভিনয় করার ইচ্ছে ছিল। কিন্তু কেউ না, প্রযোজনার বিষয়ে এগিয়ে আসছিল না। তাই ভাবলাম, নিজেই ট্রাই করি। চরিত্রটার প্রতি লোভ ছিল; হুমায়ূন আহমেদের ‘দেবী’র প্রতিও এক ধরনের লোভ ছিল।’

‘সেই থেকে ভাবলাম যে, এই ধরনের কাজটা করি আরকি। তারপর সরকারি অনুদান পেলাম। সামনের দিকে হাঁটলাম। তবে এটা ঠিক যদি অনুদান না পেতাম, তাহলে এত তাড়াতাড়ি ফিল্ম প্রডিউস করা শুরু করতাম না।’

‘দেবী’ ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন,‘এই চ্যালেঞ্জটা তো গ্রহণ করতেই হয়। আমার মূল চ্যালেঞ্জ ছিল ‘আয়নাবাজি’ দেখার পর দর্শকের যে এক্সপেকটেশন আমাকে নিয়ে কিংবা আমার ছবিটাকে নিয়ে তৈরি হয়েছিল, সে বিষয়টা।’

‘কারণ তারা এরপরের ছবিটি এর থেকেও ভালো চাইবে। আমাকে তো সেই কোয়ালিটি কিংবা স্ট্যান্ডার্ডটা মেনটেইন করতে হবে। ওই চাপ নিয়ে কাজটা করেছি। আর চাপ তো নিতেই হবে।’

‘কারণ ‘দেবী’র পরও তো আমাকে অন্য কাজ করতে হবে। তখন তো আমাকে চ্যালেঞ্জ বা চাপ নিয়ে কাজ করতে হবে। ব্যাপারটা এ রকমই। একজন অভিনেতার কাজই হলো চ্যালেঞ্জটা গ্রহণ করা। চাপটা বেশি ছিল, কারণ মিসির আলী চরিত্রটা বহুল পঠিত ও পরিচিত।’

‘যদি পরিচিত চরিত্র না হতো, তাহলে অতটা পেসার আমি ফেস করতাম না। আমি আমার মতো করেই করতাম। সবকিছু যাতে গ্রহণযোগ্য হয়-চাপ, চ্যালেঞ্জ এবং টেনশন তিনটাই। আশা করি দর্শকের ভালো লাগবে। এটুকু আমি বলতে পারি।’

ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া এই ছবিতে অভিনয়ের পাশাপাশি আছেন প্রযোজনায়। এটি তৈরি করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’।

বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। তার উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

মনস্তাত্ত্বিক ও প্রচণ্ড যুক্তিনির্ভর ‘দেবী’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে দেখা যাবে অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ আরও অনেককে।

ছবিটি নির্মাণের জন্য ২০১৫-২০১৬ অর্থবছরের সরকারি অনুদান পান জয়া। আর এ বছরই দেশের বাইরে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:০৬এএম/১৮/১০/২০১৮ইং