• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

১০ নম্বর মহাবিপদ সংকেত


প্রকাশের সময় : মে ২৯, ২০১৭, ৯:১৮ PM / ১০০
১০ নম্বর মহাবিপদ সংকেত

 

ঢাকারনিউজ২৪.কম, চট্টগ্রাম : বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।

ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজার উপকূলের ৩০৫ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপসমূহেও ১০ নম্বর মহা বিপদ সংকেত জারি করা হয়েছে।

সেই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে আট নম্বর মহা বিপদ সংকেত জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোরা’ প্রবল ঘূর্নিঝড়ে রূপ নিয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে এ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

এর ফলে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর সাত নম্বর বিপদ সংকেত জারি করার পর উপকূলের বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে সারাদেশে নৌ-চলাচল বন্ধ রয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:১৫পিএম/২৯/৫/২০১৭ইং)