• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

১০৫ রানে অলআউট ভারত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০১৭, ২:৪০ PM / ৩১
১০৫ রানে অলআউট ভারত

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ব্যাট হাতে মাঠে নামলেই সেঞ্চুরি, হাফসেঞ্চুরি করাটাকে প্রায় নিয়ম বানিয়ে ফেলেছেন ভারতীয় ব্যাটসম্যানেরা! অনেক দিন পর উল্টো পিঠটাও দেখে ফেলল সেই ব্যাটসম্যানরাই। নিজেদের ঘরের মাঠে ভারত যে স্পিন দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পুড়িয়ে ছাড়খাড় করে আসছে, পুনেতে সেই স্পিনে পুড়ে্ই ছাই বিরাট কোহলির ভারত। অস্ট্রেলিয়ার ২৬০ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে অলআউট মাত্র ১০৫ রানে!

ফল, প্রথম ইনিংসে মাত্র ২৬০ রান করেই অস্ট্রেলিয়া পেয়ে গেছে ১৫৫ রানের বিশাল লিড। ঘরের মাঠে কোহলিদের এই লজ্জায় ফেলেছেন স্টিভ ও’কিফি। অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট। সেটাও ১৩.১ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে! এই ১০৫ রানের মধ্যেও অবশ্য হাফসেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। তিনি করেছেন ৬৪ রান। তিনি ছাড়া ভারতীয় নামীদামী ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের কোটা স্পর্শ করেছেন মাত্র দুজন, মুরালি বিজয় (১০) ও অজিঙ্কা রাহানে (১৩)।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৩৫পিএম/২৪/২/২০১৭ইং)