• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

হৃদরোগ কি সব বয়সে হয়?


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ৯:৫৪ AM / ৪৯
হৃদরোগ কি সব বয়সে হয়?

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : হৃৎপিণ্ড শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এর অসুখ মানেই রাজ্যের দুশ্চিন্তা। হৃৎপিণ্ডের অসুখ কিন্তু সব বয়সে হতে পারে। আগে ধারণা করা হতো, হৃৎপিণ্ডের অসুখ কেবল প্রবীণ বয়সেই হয়, তবে এখন দৃশ্যপট বদলেছে। সব বয়সের লোকেরই হৃৎপিণ্ডের অসুখ হতে পারে।

এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এম এ বাকী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : হৃদরোগ কি বয়স্ক লোকদেরই হয়?

উত্তর : আসলে হৃদরোগের অনেক ব্যাপ্তি আছে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যেকোনো বয়সের শিশু, তরুণ, যুবক, যুবতী প্রত্যেকেই হৃদরোগে আক্রান্ত হতে পারে। আসলে একেকটি বয়সে একেকটি হৃদরোগকে আমরা বেশি গুরুত্ব দিই।

দেশজুড়ে সকল বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের খোঁজ পেতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন www.doctorola.com অথবা কল করুন 16484 নম্বরে। Doctorola.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। (এনটিভি অনলাইন)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৫০এএম/১১/২/২০১৭ইং)