• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

হলের ভেতর ‘সালোয়ারের ওপর গেঞ্জি’ পরা যাবে না!


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৭, ২:০৭ PM / ৩৫
হলের ভেতর ‘সালোয়ারের ওপর গেঞ্জি’ পরা যাবে না!

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, হলের অভ্যন্তরে অশালীন পোশাক সালোয়ারের ওপর গেঞ্জি কখনোই পরা যাবে না। আর পরলে ‘কঠোর শাস্তি’ দেয়ারও ঘোষণা দেয়া হয়েছে।

এ নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন। মন্তব্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, হলটি ‘মহিলা মাদ্রাসা’ কি না।

এ ব্যাপারে হলের প্রভোস্ট সাবিতা রেজওয়ানা রহমান জানান, এ নোটিশটি হল প্রশাসনের নয়। এটা কে দিয়েছে সেটা আমরা জানি না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ বলেন, হলের ভেতরে মেয়েরা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক পরবে। এ নিয়ে হল প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ থাকার কথা নয়।

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের কাছে প্রায় সাত একর জায়গার ওপর এ হলের যাত্রা শুরু হয়। আবাসিক ছাত্রীরা হলে ঢুকেন ২০১৩ সালে।

বর্তমানে হলের আবাসিক ছাত্রীসংখ্যা ২ হাজার এবং অনাবাসিক ছাত্রীসংখ্যা ৩ হাজার ৩শ’।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:০৫পিএম/২৪/৮/২০১৭ইং)