• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

হবিগঞ্জে বাসায় ঢুকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীকে হত্যাচেষ্টা


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০১৮, ১০:০৩ AM / ৬৭
হবিগঞ্জে বাসায় ঢুকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীকে হত্যাচেষ্টা

ঢাকারনিউজ২৪.কম, হবিগঞ্জ : হবিগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. আহমুদুর রহমান আবদালকে প্রাণে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় শাওন মিয়া নামে এক দুর্বৃত্তকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকাল ৩টায় শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায়। এ ঘটনায় গতকাল ডা. আবদাল বাদী হয়ে আদালতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২ অক্টোবর ডা. আবদাল পেশাগত দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত প্রয়োজনে শহরের রাজনগর এলাকায় যাচ্ছিলেন। রাজনগর জামে মসজিদ মার্কেট এলাকায় পৌঁছামাত্র হেলমেট পরিহিত মোটর সাইকেলআরোহী একদল দুর্বৃত্ত তাকে অনুসরণ করে। তারা তাকে হত্যার উদ্দ্যেশ্যে এগিয়ে আসলে তিনি শোর-চিৎকার শুরু করেন। এতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনার ৩ দিন পর গত শুক্রবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকাস্থ ডা. আবদালের বাসভবনে একই দুর্বৃত্তরা আবারও হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডা. আবদালের ড্রয়িং রুমে প্রবেশ করে। এ সময় ডা. আবদাল শোর-চিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে শাওন নামে এক দুর্বৃত্তকে আটক করে। পরে ধারালো অস্ত্রধারী অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ডা. আবদাল বাদী হয়ে গতকাল হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-১) আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আটক শাওন মিয়া (২৪)সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে। ধৃত শাওন হবিগঞ্জ শহরের মোহনপুর আবাসিক এলাকার মৃত ছালাম মিয়ার পুত্র। মোহনপুর এলাকার একাধিক ব্যক্তি জানান, ধৃত শাওন এলাকায় নানা অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।

এ ব্যাপারে ডা. মো. আহমুদুর রহমান আবদাল গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে-ময়দানে ব্যাপক গণ-সংযোগ চালিয়ে যাচ্ছি। আমার ধারণা, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোন কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে প্রাণ নাশের চেষ্টায় লিপ্ত রয়েছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমার নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:০৩
এএম/৯/১০/২০১৮ইং)