• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

হঠাৎ দেখা


প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৮, ১:০৫ PM / ৩৯
হঠাৎ দেখা

জাহানারা খাতুন

____________________________________

২০ বছর আগে, গেছো আমায় ছেড়ে
ভুলে গেছো সবি-
হঠাৎ দেখা পথের মাঝে
চিনতে পেরেছো কি?

করলে শুরু নতুন করে
তোমার জীবন মধুময়-
ভুলতে পারিনি, পারবোও না
তাই তো জীবন মরুময়।

জানতে বড় ইচ্ছে হয়
কেমন আছো? কাটে কেমন নিশি-
তোমার প্রিয়া ভাল বাসে কি!
আমার চেয়ে বেশি।

মনে কি পড়েনা তোমার
অতীতের মধুময় ক্ষন-
আমি তো ভুলতে পারি না
কেমনে মিটাবো ভালবাসার ঋণ।

ভুলতে পারিনি, পারবোও না
রয়ে গেলাম একা-
তুমি ছাড়া আমার এ জীবন
আমার কাছে ফাঁকা।

সুর্য্য উঠে, চাঁদ হাসে
মনের কষ্টে আমি হাসি-
আমার জীবন কষ্টময়
দু:খসাগরে তাই ভাসি।

তুমি বন্ধু হাসো-খেলো
জীবন করো উপভোগ –
আমার জীবন অন্ধকারে
আলো আসার নেই সুযোগ।

ভালো থাকো বন্ধু নিয়ে
ভালো যাক দিন তোমার-
তুমি বন্ধু ভাল আছো
সেটা হলো সুখ আমার।

ভাল থাকো, আনন্দে থাকো
এটাই আমার চাওয়া-
তোমার আনন্দেতে বন্ধু
হয় সকল পাওয়া।

২৪ই এপ্রিল, ২০১৮ইং