• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

স্মৃতির আঙিনায় একদিন


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০১৯, ১১:৩৯ AM / ৩৮
স্মৃতির আঙিনায় একদিন

মহুয়া বাবর

_____________________________________________________

জীবনের ক্ষয়ে যাওয়া দিনগুলো
সময়ের নিয়মে কখন যে হয়ে যায় স্মৃতি
পায়ে পায়ে শেষ হয় পথের গতি
স্নেহ ভালবাসাও নিঃস্ব হতে হতে শুকনো পাতার মতো ঝরে হয় মাটি
তারপর মাটির পর মাটি ততদিনে শেওলারাও জমে ওঠে ভারী

বৃষ্টি ঝড়ে ওলটপালট হয় ধরণী
আবার নতুন ঘাস জন্মায়
বিন্দু বিন্দু শিশির কণা ফুলে ফলে পাখির ডাকে নতুন ভোর হয়
সবকিছু আগের মতো, কোথাও কিছু হয়নি যেনো
অথচ সেই ডাক আর শুনিনি, নিজেও ডেকে সাড়া পাইনি

বহুদিন পর আবার খুঁজি ফিরি
মাটির গন্ধে গাছের সঙ্গে
পুকুরের শেওলা সরিয়ে ছায়া দেখি হারানো দিন কিংবা প্রিয়মুখ
শেওলার জল আর চোখের নোনা জল যেনো এক হয় বুক
পুকুরের অতলে খুঁজি ফেলে যাওয়া কোনো অমূল্য রতন
জানি আজ কোথাও কিছু নেই
তবু যেনো কতো কি খুঁজে পাই
এ কোনো সম্পত্তি নয়
এ যে রক্তের ভালবাসার সম্পদ যা চিরকালের চির অবিস্মরণীয়

শুনশান আঙ্গিনায় তবু ঘুরিফিরি
কবুতর হাঁস মুরগির সাথে আজ ঘরবাড়ি