• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

সৌদির জেদ্দায় ফেনীর মোহাম্মদ হানিফে’র ইন্তেকাল


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০১৯, ২:২২ PM / ৪৭
সৌদির জেদ্দায় ফেনীর মোহাম্মদ হানিফে’র ইন্তেকাল

সবুজ আহমেদ, রিয়াদ(সৌদি) : সৌদির বানিজ্যিক রাজধানী জেদ্দায় মোহাম্মদ হানিফ (৪৬) শুক্রবার (৮ নভেম্বর)৪টায় নিজ কর্মস্থলে স্টোক করে মারা গেছেন।নিহত মোহাম্মদ হানিফ পেশায় ট্যাক্সি চালক ছিলেন।বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি সৌদিতে আছেন।
তার নিকটাত্মীয় সূত্রে জানা যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়,পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।নিহত মোহাম্মদ হানিফ ফেনী সদর উপজেলার ১১নং মোটবী ইউনিয়নের কালাপীর গ্রামের শেরগাজী ভূঁইয়া বাড়ীর মরহুম ওহীদুর রহমানের বড় সন্তান।তার মৃত্যু সংবাদ স্যোশাল মিড়িয়ায় ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মরহুম মোহাম্মদ হানিফ মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। নিহতের নিকটাত্মীয় (বাগনি জামাই )নিজাম উদ্দিন পাটোয়ারী প্রতিবেদককে জানান দূতাবাসের সহযোগিতায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য দেশে আনার সর্বাত্মক চেষ্টা চলছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:২৩পিএম/৯/১১/২০১৯ইং)