• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

সোহেল তাজের ‘লাইফ লেসন’


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০১৮, ১১:০৯ PM / ৬৯
সোহেল তাজের ‘লাইফ লেসন’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নিজের ফেসবুক পেজে স্বৈরাচারী শাসন চেনার ‘চেকলিস্টে’ আটটি নমুনা দিয়ে তোপের মুখে পড়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমদ সোহেল তাজ।

মঙ্গলবার সকালে ওই পোস্ট দেয়ার পর সংযোজন-বিয়োজন এবং সংশোধনের জন্য ৮বার সেটি সম্পাদনা করে ফলোয়ারদের কাছে সমালোচিত হয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

ওই পোস্টের ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘লাইফ লেসন’ শিরোনামে আরেকটি পোস্ট দেন সোহেল তাজ।

এই পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আলোচিত এই রাজনীতিক। পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেয়া হলো-

লাইফ লেসন :
যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে সবার ভালোর জন্য অপ্রিয় সত্য কথা বলে, তাহলে তাকে সবাই মিলে বুঝে না বুঝে তাদের পানচিং ব্যাগ বানিয়ে ফেলে।

Where ignorance is bliss, it‘s folly to be wise. বোকার রাজ্যে ভালো কিছু বলার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বড় বোকামি।

সবার কাছে মাফ চেয়ে সবার জন্য শুভ কামনা ও শুভেচ্ছা।

প্রসঙ্গত, আমি আমার সব পোস্টই কমবেশি এডিট করি, যদি বানানে ভুল থাকে বা যদি কিছু অ্যাড করতে হয়।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:০৫পিএম/৮/৮/২০১৮ইং)