• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০১:২১ অপরাহ্ন

সোমালিয়ায় দুর্ভিক্ষে ১১০ জনের মৃত্যু!


প্রকাশের সময় : মার্চ ৫, ২০১৭, ১:৩২ PM / ৪৮
সোমালিয়ায় দুর্ভিক্ষে ১১০ জনের মৃত্যু!

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সোমালিয়ায় দুর্ভিক্ষে এক প্রদেশেই দুইদিনে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরি এ তথ্য জানিয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাংশের উপসাগরীয় অঞ্চলে এ দুর্ভিক্ষ দেখা দেয়। প্রচণ্ড খরার কারণে দেশটির মিলিয়ন মানুষ হুমকির মুখে রয়েছে।

গত বুধবার সোমালিয়া সরকার খরাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের হিসাব মতে, দেশটিতে প্রায় ৫ মিলিয়ন লোক দুর্ভিক্ষের মধ্যে পড়েছে, তাদের সাহায্যের প্রয়োজন। সংস্থাটির মানবিক সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়ান কয়েকদিনের মধ্যে সোমালিয়ায় যাওয়ার কথা রয়েছে।

খাবারের সন্ধানে হাজারো মানুষ দেশটির রাজধানী মোগাদিসুতে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে ভিড় জমাচ্ছে।

এদিকে বিবিসি জানিয়েছে, খরার কারণে দেশটিতে ৩ মিলিয়ন মানুষ খাদ্যসংকটে রয়েছে। এল নিনো আবহাওয়ার কারণে আফ্রিকার পূর্ব ও দক্ষিণ অঞ্চলে খরা দেখা দিয়েছে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আলডাগডো জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের অডিনলি শহরে বিশুদ্ধ পানির অভাবে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে ডজন খানেক লোক কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আক্রান্ত হয়ে ডজন খানেক লোক মারা গেছে।

এর আগে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে সোমালিয়ায় দুর্ভিক্ষে দুই লাখ ২৬ হাজার লোক মারা গেছে।

জাতিসংঘের তালিকায় সম্প্রতি ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা চারটি দেশের মধ্যে সোমালিয়াও রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:২৫পিএম/৫/৩/২০১৭ইং)