• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০১৭, ১০:২২ PM / ৪০
সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে নিজ বাড়িতে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সদ্য প্রয়াত এ রাজনীতিকের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়।

এর আগে তার নির্বাচনী এলাকা শাল্লা উপজেলায় শ্রদ্ধা নিবেদনের জন্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নেওয়া হয়। সেখানে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ নিয়ে আসা হয় তার নিজ বাড়িতে।

সেখানে গার্ড অব অনার শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় দিরাইয়ের বালু মাঠে। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে আবার তার নিজ বাড়িতে আনা হয়। পরে সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেন বাবার শেষকৃত্য সম্পন্ন করেন।

এদিকে, সুরঞ্জিত সেনগুপ্তের নিজের হাতে লাগানো চন্দন গাছ কেটে সেই কাঠ দিয়ে তার দাহ করা হয়েছে বলে জানা গেছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণবীর রায় বললেন, ‘এই গাছের কাঠ ছাড়াও ঢাকা ও সিলেট থেকে আরও কিছু চন্দন কাঠ সংগ্রহ করা হয়। সেই চন্দন কাঠের জ্বালানি দিয়েই সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

গত রোববার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুরঞ্জিত সেনগুপ্তের।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:২০পিএম/৬/২/২০১৭ইং)