• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১১ অপরাহ্ন

সুযোগ কাজে লাগাতে চান রুমানা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০১৭, ১:১০ AM / ৪৭
সুযোগ কাজে লাগাতে চান রুমানা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নতুন এক মিশনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার দুপুরে বাছাইপর্বের ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন রুমানা আহমেদরা। নিকট অতীতে সাফল্য তেমন না থাকলেও ঠিকই স্বপ্ন দেখছেন টাইগ্রেসরা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আইসিসি নারী বিশ্বকাপ ২০১৭ এর বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে দল।

এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রুমানা বলেন, ‘বাছাইপর্বের বাধা টপকে মূলপর্বে যাওয়ার এটাই সেরা সুযোগ আমাদের। সবচেয়ে বড় কথা কিছুদিন ধরে ব্যাটিং নিয়ে বড় দুর্ভাবনা ছিল। এটি নিয়ে বেশ কাজ করলাম। এখন ঠিক সময়ে নিজেদের সেই সামর্থ্যের প্রমাণ দিতে চাই।’

৭ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে পাপুয়া নিউগিনি, পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বেন টাইগ্রেসরা। সেই লড়াইয়ে জিতে সুপার সিক্সে চোখ রুমানার।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক আরো বলেন, ‘প্রীতি ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা করেছি আমরা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কেও বেশ ধারণা আছে। আশা করছি ছক অনুযায়ী খেলতে পারব।’ এখানেই থামলেন না। সঙ্গে আরো যোগ করলেন, ‘যাদের সঙ্গে আমাদের ম্যাচ তাদের আমরা আগেও হারিয়েছি। এবারও আশাবাদী সেই ছন্দ খুঁজে পাব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুদিন আগে অবশ্য ১-৪ এ ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সে কথা মাথায় রেখে রুমানা বললেন, ‘উন্নতির অনেক জায়গা আছে। টুর্নামেন্টে বিশেষ করে ব্যাটিংয়ে আমাদের আরো ভালো করতে হবে। রানের গতি বাড়াতে হবে। জিততে হলে ২০০ রানের বড় স্কোর গড়তে হবে।’

গ্রুপ পর্বে ১০ দল দুইভাগে ভাগ হয়ে অংশ নেবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। বাংলাদেশের পরের ম্যাচ তিনটি ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ যথাক্রমে পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল যাবে সুপার সিক্সে।

বাংলাদেশ দল : রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজা-তুল কুবরা, নিগার সুলতানা (উইকেটকিপার), পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন ও মোর্শেদা খাতুন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:১০এএম/৩/২/২০১৭ইং)