• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের রায় যুগান্তকারী : পাপন


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০১৭, ৯:৩৭ PM / ৪১
সুপ্রিম কোর্টের রায় যুগান্তকারী : পাপন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ২০১৩ সালের ২৭ জানুয়ারি বিসিবি সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে বিসিবি সেই রায়ের বিরুদ্ধে আপিল করে। বুধবার সুপ্রিম কোর্ট বিসিবির গঠনতন্ত্র সংশোধন বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।

এই রায়ের ফলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এখন থেকে বিসিবির গঠনতন্ত্রে হস্তক্ষেপ করতে পারবে না। বিসিবির সিদ্ধান্ত থাকবে তাদের হাতেই। সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী বলে উল্লেখ করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। রায়ের পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাপন এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট রায়ের কপি বিসিবির হাতে এসে পৌঁছায়নি উল্লেখ করে পাপন বলেন, ‘এটা নিয়ে এখনই কিছু বলা কঠিন। কারণ রায়ের কপিটি এখনো আমাদের হাতে পৌঁছায়নি। অতএব আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যতটুকু শুনেছি তাতে মনে হচ্ছে নিঃসন্দেহে এই রায় বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত ভাল একটি রায়। যত তারাতারি সম্ভব আমাদের এজিএম-ইজিএম ডেকে গঠনতন্ত্রে যদি কোন পরিবর্তন আনতে হয় সেটা আমরাই করতে পারবো। আমার মনে হয় এইটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং এদেশের ক্রিকেটের জন্য ভাল হবে।’

নাজমুল হাসান পাপন আসছে বোর্ড সভায় বিসিবির নির্বাচনের ঘোষণা আসতে পরে বলেও জানিয়েছেন। পাপন বলেন,‘আমরা এখনই ইজিএমের প্রস্তুতি নিচ্ছি। এর একটা টেনটেটিভ ডেটও ঠিক করে ফেলবো। আমরা ৩০ তারিখ বোর্ড মিটিং ডেকেছি। সেখানেই বসে আমরা সব কিছু ফাইনাল করে ফেলবো। কিন্তু সাবজেক্ট হল রায় হাতে পাওয়া। তার আগেতো আমরা কিছু করতে পারবো না। যে রায়ই আসবে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো।’

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩৫পিএম/২৬/৭/২০১৭ইং)