• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বোরো ধান


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০১৭, ৭:২৬ AM / ৩১
সুন্দরগঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বোরো ধান

ছাদেকুল ইসলাম রুবেবল: গাইবান্ধার প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ৩ দিন ধরে একটানা অবিরাম বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বোরো ধান ক্ষেত।

জানা গেছে, ধান উৎপাদনের একমাত্র উৎস বোরো ধান। প্রতিবারের ন্যায় এবারও কৃষক সহজমূল্যে সার ও কীটনাশক পাওয়ায় তা যথা সময় প্রয়োগ করা হলে ধান ক্ষেতগুলো সতেজ হয়ে বাম্পার ফলনে রূপ নিলেও গত ৩ দিনের একটানা অবিরাম বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলের প্রায় উঠতি বোরো ধান ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

এলাকাগুলো হচ্ছে-কঞ্চিবাড়ি, দুলাল, ফুল বসনী, উত্তর মরুয়াদহ বিল, কাশদহ, ফলগাছা, তারাপুর, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া, দহবন্দ, সুবর্ণদহ, ধোপাডাঙ্গা, রামজীবনসহ উপজেলার নিম্নাঞ্চল। এনিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ ধান ক্ষেতগুলো নিরুপন করতে মাঠ চষে বেড়াচ্ছেন।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম ও সরওয়ার জানান-এবার মাঠ পর্যায় বোরো ধানের বাম্পার ফলন লক্ষ্য করা গেলেও ৩ দিনের একটানা ভারি বর্ষণে নিম্নাঞ্চলের ধান ক্ষেতগুলো তলিয়ে যাওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা হিমসিম খাচ্ছেন। উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান- এ বছর উপজেলায় ২৬ হাজার ৭শ’ ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। এদিকে সরকারী ভাবে ২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার তালিকা প্রনয়ণ কা হলেও বাস্তবে তা কয়েকগুন ছাড়িয়ে গেছে বলে ভুক্তভোগিরা ধারণা করছেন।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.০২এএম/২৪//২০১৭ইং)